সমাজের আলো :- টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। গাছপালা ভেঙে পড়েছে বিপুল পরিমাণ। কাঁচা ঘরবাড়ি মাটির সাথে মিশে গেছে। গতকাল রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী এলাকায় এই ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম জানান , রাতে হঠাৎ করেই টর্নেডো আঘাত হানে।বাংলাদেশ ভারত সীমান্তের কালিঞ্চি নদী তীরে কৈখালি ইউনিয়নে টর্নেডো আঘাত হানে। অল্প সময়ের মধ্যে একেবারে গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘর বাড়ি। তবে এখনো ঘরবাড়ির তালিকা তৈরি করা হয়নি কি পরিমানে ক্ষতি হয়েছে এখনো নির্ধারণ করা যায়নি। তালিকা তৈরি করা হচ্ছে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাতক্ষীরা। ৪ চার আসনের এমপি আপল হক দোলন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *