সমাজের আলোঃ সাতক্ষীরা শহরের লাবনির মোড়ে সাতক্ষীরা ফার্মেসীতে যে ইনজেকশনের দাম ১ হাজার ৫০ টাকা । থানার পিছনে আলি মেডিকেল নামের ওষুধের দোকানে দাম ১ হাজার ১৭০ টাকা । কয়েক গজের ব্যবধানে একটি ওষুধে মানুষের কি ভাবে গলাকাটা হচেছ। এছাড়াও নাপা ট্যাবলেট সংকট সৃষ্টি শুরু করে বেশি মূল্যে বিক্রয় করার ও গুরতর অভিযোগ করেছে সাধারন মানুষ।
