সমাজের আলো : গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২০ আগষ্ট (শুক্রবার) পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৭ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬১৪ জন।করোনা উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের ইমামুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৫৭) ও সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার মৃত মোমতাজুর রহমানের ছেলে আজিজার রহমান (৯৫)।

