সমাজের আলো : পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহুরুল হককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিক মহল। একইসাথে তারা এই সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এই দাবিতে আজ রোববার দুপুরে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন।

সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্ত্বরে সাংবাদিক ঐক্য আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান, সাতক্ষীরার পাটকেলঘাটা সার্কেলের এএসপি পদমর্যাদার একজন কর্মকর্তার বদলির পর সেখানকার জনগন মিষ্টি বিতরন করে উল্লাস করে। এ নিয়ে ফেসবুকে লেখালেখির জের ধরে শুক্রবার সকালে ঢাকার দৈনিক ভোরের পাতা পত্রিকার স্থানীয় সাংবাদিক ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হককে গ্রেফতার করে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত মন ও বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সরকার এ ধরনের মামলা হলেই তড়িঘড়ি করে গ্রেফতার না করার কথা জানালেও সাতক্ষীরার স্থানীয় প্রশাসন তা না মেনে তাকে গ্রেফতার করে পরে মামলা দিয়েছে। অবিলম্বে এই সাংবাদিকের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বিশেষ কিছু ধারা প্রত্যাহারের দাবি জানান তারা।
সাতক্ষীরা সাংবাদিক ঐক্য’র আহবায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃষ্টিবিঘিœত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, দেশটিভির শরীফুল্লাহ্ কায়সার সুমন, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাশেম, যমুনা টিভির আহসানুর রহমান রাজিব, পাটকেলঘাটা প্রেসক্লাব সম্পাদক আব্দুল মতিন প্রমুখ । এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কাজী শওকত হোসেন ময়না, ডিবিসি টিভির এম জিল্লুর রহমান ও দৈনিক তথ্য’র রফিকুল ইসলাম শাওন প্রমুখ সাংবাদিক।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *