সমাজের অলো : মুজিব শতবর্ষে সাতক্ষীরা সদর উপজেলায় ‘বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’ পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। শনিবার (১৩ মার্চ) খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা সাতক্ষীরায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত ঘর পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ঘরের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার গাভা’র চরে সুসজ্জিতভাবে ১২০ টি ঘর নির্মিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এই গৃহ নির্মাণ প্রকল্পের নামকরন করেন ‘বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’। ইতোমধ্যে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি) বঙ্গবন্ধু সোনার বাংলা পল্লী’র শুভ উদ্বোধন করেন।

