সমাজের আলো : বিদেশী পিস্তলসহ বিল্লাল কারিগর(৩৫) নামে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত (২৩ এপ্রিল) র্যাব-৬, (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর আভিযানিক দল বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন ৪নং নওয়াপাড়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের সাতবসু গ্রামের ছাত্তার কারিগরের ছেলে বিল্লাল কারিগর(৩৫)কে হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় উপস্থিত জনসম্মুখে বিদেশী পিস্তল ও পিস্তলের ম্যাগাজিনসহ ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
