সমাজের আলো : সাতক্ষীরায় ভুমিদস্যু আব্দুল করিম এর সন্ত্রাসী কর্মকান্ডের হাত থেকে রক্ষা ও সন্ত্রাসী হামলা এবং হয়রানি মূলক মামলা থেকে পরিত্রান পাওয়ার দাবি জানিয়েছেন এক ভুক্তভোগি। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সদর উপজেলার আখড়াখোলা গ্রামের মৃতঃ মোরশেদ আলমের ছেলে মোঃ কবিরুল আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা চার ভাই এক বোনের মধ্যে আমি বড়। আমি পরিবারের একমাত্র অবলম্বন। আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি সাবেক দাগ নং-৪৩৯,৪৪০,৪৪১, হাল দাগ নং-৮১৭,৮১৮, মোট জমির পরিমান ৭৯ শতক। এই জমির মধ্যে ৪৩৯ ও ৪৪০ নং দাগের ১৫ শতক জমি আমার প্রতিবেশী আব্দুল করিম গং দীর্ঘদিন ধরে ভোগ দখল করার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি, ক্ষয়ক্ষতি এবং প্রাননাশের হুমকি ধামকি দিয়ে আসছে।এজন্য তারা আমাদের নামে আদালতে মিথে হয়রানিমূলক মামলা করেছে। বিভিন্ন সময় উভয় পক্ষের সমার্থনে বে-সরকারী গ্রাম্য আমিন দ্বারা মাপ জরিপ করতে ব্যর্থ হলে পরবর্তিতে সরকারী আমিন দ্বারা মাপ জরিপ করাকালীন সময়ে ২০০৭ সালের ২৪ এপ্রিল দেওয়ানী মোকাদ্দমা রুজু করে। দীর্ঘ দিন মোকাদ্দমাটি চলার পর আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু তারা আদালতের রায় অমান্য করে আমাদের জমি জোরপূর্বক গায়ের জোরে দখল করার জন্য উদ্ধত হয় এবং উচ্চ আদালতে আপিল করে আমাদের বাঁশ ঝাড়ের বাঁশ, গাছগাছালি কেটে নিয়ে যায়। কবিরুল আলম আরো বলেন, পরবর্তিতে ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাসের নেতৃত্বে গত ১৫ ডিসেম্বর বিকাল ৪ টায় একটি শালীসি বৈঠক বসে। সেখানে দুই পক্ষ উপস্থিত হয়ে আমাদের দলিল ও কাগজ পত্র উপস্থাপন করলে এবং বিবাদী আব্দুল করিম গং অরেজিষ্ট্রিকৃত সাদা কাগজের দলিল উপাস্থপন করলে শালীসে আমরা জমির প্রকৃত ন্যায় সংগত দাবিদার বলে প্রতিয়মান হয়। যার কারনে আমি ১৯৯০ সালের মাঠ জরিপের উপর ভুমি অফিসের কর আদায়ে সক্ষম হই। শালীসে আব্দুল করিম গংকে জমির দাবি ছেড়ে দেওয়ার জন্য বলা হলে তিনি জমি ছাড়তে অস্বিকার করেন। তিনি অভিযোগ করে বলেন, শালীসের সিদ্ধান্ত না মেনে বিবাদীগন অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সাতক্ষীরাতে আমাদের নামে মিথ্যে মামলা দায়ের করেন, যাহা মামল নং-পি ৯২০/২০, মামলার ধারা ১৪৪। এলাকায় আরোও অত্যান্ত ১০ টি পরিবার তাহাদের হামলা ও মামলার শিকার। কিন্তু ভয়ে তাহাদের বিরুদ্ধে কেউ মুখ খুলিতে সাহস পায় না। আব্দুল করিম তার ভাইপোদের নিয়ে বহাল তবিয়তে দাপট করে যাচ্ছে। তিনি ভুমিদস্যু আব্দুল করিম গংদের হাত থেকে রক্ষা পেতে ও মিথ্যে মামলা থেকে নিষ্কৃতি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *