সমাজের আলো: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মাঠপাড়া এলকায় মাদক মামলায় ‘ফাঁসিয়ে’ টাকা আদায় এবং পুলিশের সোর্স দিয়ে বিভিন্ন মামলা দেওয়ার হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুক্রবার (১ জুলাই) কাটিয়া মাঠপাড়া এলাকায় মৃত শাহজাহানের ছেলে কলেজ শিক্ষার্থী আব্দুল আনিস (২০)কে দালাল চক্রের মাধ্যমে ডেকে নিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ হাতে ধরিয়ে দিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। মাঠ পাড়া এলাকার ফাতেমা খাতুন বলেন, হাসান নামের নামের এক দালাল চক্রের মাধ্যমে আনিসকে পুলিশে ধরে নিয়ে যায়। এলাকায় বিভিন্ন মানুষের হুমকি-ধামকি দিয়ে আসছে এই দালাল চক্রটি। টাকা পেলে এরা যে কাউকে ফাঁসিতে দিতে পারে।

একই এলাকার আনোয়ারা বেগম বলেন, আমার ছেলেকেও এরকমভাবে এই দালাল চক্র টি ফাঁসিয়ে দিয়েছিল। পরবর্তীতে আমরা জানতে পারি এই এলাকার একটি দালাল চক্র আছে। মাদকের কারণে এই এলাকাটি ধ্বংস হয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, হাসান ও রিপন পুলিশের সোর্স পরিচয় দিয়ে কাটিয়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। এদের মাধ্যমে এলাকায় মাদকের কেনাবেচা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুখ খুললেই যেন মাদকের মামলা না হলে জীবননাশের হুমকির মুখে পড়তে হয়।

কলেজ শিক্ষার্থী আনিস এর গ্রেপ্তার বিষয়ে স্থানীয়রা বলেন, নগরঘাটার আশরাফুলের কাছ থেকে ওই গাঁজা ক্রয় করে রিপন কাটিয়ায় নিয়ে আসে এবং পুলিশ প্রথমে রিপনকে গাঁজাসহ আটক করে। পরে পুলিশের সোর্স ও দালাল ইরান মোল্লার ছেলে হাসান মোল্লার কথামতো পুলিশ রিপনকে ছেড়ে দিয়ে আনিসের হাতে হ্যান্ডকাপ দেয়। তাকে মাদক মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীর মা শাহানারা বেগম বলেন, আমার ছেলেকে দালাল চক্রের মাধ্যমে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর পুলিশ ৬০ হাজার টাকা দাবি করে, দিতে না পারায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার কথা জানতে পেরে ওই এসআই আনোয়ার মীমাংসার জন্য বলে এবং জামিনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অভিযুক্ত এএসআই আনোয়ার হোসেন বলেন সোর্স নয় আমি নিজে হাতে গ্রেপ্তার করেছি। এবং টাকা চাওয়ার বিষয় তিনি অস্বীকার করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম বলেন আসামিকে আমাদের অফিসার নিজ হাতে গ্রেপ্তার করেছে। তবে এর ভিতরে কোন রকম অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *