সমাজের আলো : সাতক্ষীরা -খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।বর্তমানে আহতদের মধ্যে সাতজন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকীরা পার্শ্ববর্তী ক্লিনিকে ভর্তি বলে জানা গেছে। শুক্রবার দুপুর ২টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল পেট্রোল পাম্পের পাশে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দুটোর দিকে খুলনা থেকে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ত্রিশ মাইল পেট্রোল পাম্পের কাছাকাছি পৌছালে বিপরীত গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাসটি খাদে পড়ে ১০জনযাত্রী আহত হয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে পাঠায়। তবে আহতদের মধ্যে তিন জনের অবস্তা আশঙ্কাজনক বলে জানান তারা।
পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক (এস. আই) আব্দুর ছবুর ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান,বর্তমানে উদ্ধার কাজ চলছে বিস্তারিত পরে জানানো হবে।

