সমাজের আলো: সাতক্ষীরা শহরে পুরাতন সাতক্ষীরা, ইটাগাছা, পলাশপোল এবং রসুলপুরের পাঁচজন করোনা আক্রান্তের পাঁচটি বাসা লকডাউন করা হয়।
শুক্রবার শনাক্ত হওয়ার পর করোনা সংক্রমণ রোধকল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে সাতক্ষীরা সদর থানার কুইক রেসপন্স টিম এই লকডাউন করে দেন।এ সময় আক্রান্তদেরকে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার এবং তাদের দ্বারা অন্য কেউ যেন আক্রান্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়। একইসাথে, এলাকাবাসীকে সতর্ক থাকার ও সাতক্ষীরা জেলা পুলিশ সহযোগিতা করার জন্য বলা হয়।
অপরদিকে, রসুলপুরস্থ করোনা আক্রান্ত পুলিশ সদস্যের বাসায় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যার এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান। আক্রান্তের শারীরিক অবস্থার খোঁজখবর নিলে জানা যায় যে, তিনি সুস্থ আছেন।
