সমাজের আলো। ।সাতক্ষীরা জেলায় এবার ৫৬৮টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে জেলাব্যাপী চলছে দুর্গাপূজার প্রস্তুতি। করোনাভাইরাসের কারণে এবার দুর্গোৎসবের চিরপরিচিত আমেজ না থাকলেও মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ, সরগরম হচ্ছে মার্কেট ও শপিং মল। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার আমেজকে ঘিরে শহরের মার্কেটগুলোয় কেনাকাটার ওপর দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ক্রেতারাও পূজার কেনাকাটা করতে ভিড় করছে বিভিন্ন গার্মেন্ট, কসমেটিকস ও জুতার দোকানে। তবে এ বছর স্বাস্থ্যবিধি মেনেই দুর্গাপূজা পালনের কড়া নির্দেশনা রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *