জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) রাশিদুল ইসলাম (বিপি-৮২০১১১৮৯৭৪), পিতা- মৃত লোকমান হোসেন, গ্রাম-গোপালনগর, ডাকঘর-গাংনী, থানা-গাংনী, জেলা- মেহেরপুর। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় কর্মরত থাকাকালীন অদ্য ২৯/০৫/২০২২ খ্রিঃ সকালে কলারোয়া থানার পুকুরে গোসল করতে নেমে পুকুরের পশ্চিম প্রান্তে থাকা ঘাট হতে সাঁতার দিয়ে অপরপ্রান্তে যায় এবং অপরপ্রান্ত হতে সাঁতার দিয়ে ফিরে আসার মাঝপথে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ যাবৎ সে পানি থেকে না উঠায় পুকুর ঘাটে গোসলে থাকা সহকর্মীরা খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজি করে না পেয়ে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস’কে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে পানির ভিতর থেকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা নিয়ে যান। বর্নিত স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে এসআই(নিরস্ত্র)/ রাশিদুল ইসলাম’কে সকাল ১০:০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন মর্মে ঘোষণা করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাতক্ষীরা জেলা পুলিশ সাতক্ষীরা গভীরভাবে শোকাহত। তার এ কর্মময় জীবনে কঠোর পরিশ্রম এবং ন্যায় নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব কর্তব্য পালন করায় পুলিশ বাহিনী তাকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে। পরম করুনাময় আল্লাহর দরবারে আমরা মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছে। আল্লাহ তাআলা যেন তার পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দেন। প্রয়োজনীয় সকল ধরণের আইনানুগ সাহায্য সহযোগিতা করার জন্য আমরা আপনাদের পাশে থাকব। আল্লাহ আপনাদের সহায় হউন।

