সমাজের আলো : সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কুক কাম গাড়ীচালক কামরুজ্জামানের অনিয়ম দুর্নীতির ঢাকতে মিথ্যাচারের প্রতিবাদে জেলা ভূমিহীন সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীণ সমিতির সভাপতি কওছার আলী। জেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ রক্ষা কমিটির সাধারন সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ দলিত পরিষদের জেলার সভাপতি গৌর পদ দাস, ২নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো: বাবলু হাসান, জেলা ভূমিহীন উন্নয়ন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোমিন হাওলাদার, হকার্সলীগের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন, ভূমিহীন ঐক্য পরিষদের সহ-সভাপতি মুনসুর রহমান।

