সমাজের আলো।সাতক্ষীরার তলায় এক ব্যবসায়ী বাড়িতে পুলিশ পরিচয় বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির মানুষকে জিম্মি করে প্রায় দু কোটি টাকা নিয়ে গেছে।
গত রাতে
সাতক্ষীরা তালার এক ব্যবসায়ীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি। দু কোটি টাকার মালামাল লুট
সমাজের আলো।। সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির জানিয়েছেন, ডাকাতির ঘটনা একটু সন্দেহ হচ্ছে। এত বিপুল পানি পরিমাণ টাকা বাড়িতে ছিল কেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি পুলিশ সন্ধ্যের চোখে দেখছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ডাকাতি রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হচ্ছে।
রুহুল আমিনের মা জানান,গভীর রাতে কয়েক ব্যক্তি পুলিশ পরিচয় তাদের বাড়িতে ঢোকে। এ সময় বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে প্রায় দুই কোটি টাকা নিয়ে গেছে ডাকাত দল ।
তিনি জানান খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ বাড়িতে এসে তদন্ত করছে।

