আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামীলীগের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে, ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের সুপারিশ ও প্রার্থীদের প্রাথমিক মতামতের ভিত্তিতে বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থিত কাউন্সিলরদের নামের তালিকা প্রনয়ন করা হয়েছে। প্রাথীরা হলেন ১নং ওয়ার্ডের মোঃ আব্দুস সেলিম, ২নং ওয়ার্ডের মহাজোটের প্রার্থী সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডের উন্মুক্ত ঘোষনায় শেখ আব্দুস সেলিম ও শেখ মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ডের উন্মুক্ত ঘোষণায় কাজী ফিরোজ হাসান ও শেখ আছাদ আহমেদ অঞ্জু, ৫নং ওয়ার্ডের শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের উন্মুক্ত ঘোষণায় শেখ মারুফ আহমেদ, ওমোঃ শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডের শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডের মোঃ আনারুল ইসলাম রনি এবং ৯নং ওয়ার্ডের কোন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২ ও ৩নং ওয়ার্ডের জ্যোৎস্না আরা, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের অনিমা রানী মন্ডল এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ফারহা দীবা খান সাথী কে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে অন্যান্য সকল আবেদনকারী কাউন্সিলর প্রার্থীগণকে আগামী ২৬ জানুয়ারি, ২০২১ তারিখ দলীয় সমর্থিত প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে স্ব-স্ব উদ্যোগে মনোনয়ন প্রত্যাহার করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *