সামাজের আলো ঃ সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর মাতা আই নেই। রোববার (০৬ মার্চ) বিকাল ৩টায় সময় তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের কলাপাতা গ্রামের নিজের বাড়িতে, আর টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি, রামকৃষ্ণ চক্রবর্তীর মাতা শোভারানী চক্রবর্তী পরোলোক গমন করেছেন। প্রায় শতায়ু প্রাপ্ত শোভারানী চক্রবর্তী বার্ধক্যজনিত কারণে গত সপ্তাহকাল যাবত অসুস্থ হয়ে নিজের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কপোতাক্ষ নদের তীরবর্তী বাহাদুরপুর শশান ঘাটে শোভারানী চক্রবর্তীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
সাংবাদিক রামকৃষ্ণ চক্রবতির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সামাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেন ও পরিবারের সদস্যবৃন্দ।

