সমাজের আলো : সাতক্ষীরা বাইপাস সড়কে এবার অসহায় গরীব জলিল নামে এক হাঁস-মুরগী ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত অনুমান ৮টার দিকে বাইপাস সড়কের কামালনগর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।হাঁস-মুরগী ব্যবসায়ী হলেন-সদর উপজেলার কাশেমপুর এলাকার মোনতেছ আলীর পুত্র আব্দুল জলিল। আব্দুল জলিল জানান, আমি একজন গরীব পরিবারের সন্তান। আমি গ্রামে গ্রামে ও হাট বাজার থেকে হাঁস মুরগী ক্রয় করে গ্রামাঞ্চলে ও বিভিন্ন হাট বাজারে বিক্রি করে আমার পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করি। একপর্যায়ে রোববার পারুলিয়া হাট থেকে হাঁস-মুরগী বিক্রি করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বাইপাস সড়কের খড়িবিলা মোড় নামক স্থানে অনুমান রাত ৮টার দিকে পৌছলে দাঁড়ানো থাকা বুলুকালারের একটি ইজিবাইকসহ মুখোশবাঁধা ৪ জন অজ্ঞাত ব্যক্তি আমার ব্যাটারি চালিত ব্যবসায়ীর ভ্যানটি গতিরোধ করে দুই জন ব্যক্তি আমাকে বেদম মারধর করে।এসময় বাকী দুই ব্যক্তি আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আমার কাছে থাকা ৩৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এঘটনায় হাঁস মুরগী ব্যবসায়ী জলিল বাদি সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাত নামা আসামী করে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।কাশেমপুর বাইপাস সড়কে ইলিয়াস নামে বালি ব্যবসায়ীর দোকানের ১০০ গজ দুরে সড়কের উপর এক মাছ ব্যবসায়ীর ভ্যান গতিরোধ করে তার কাছ থেকে টাকা ছিনতাই করে নেয়।

