সমাজের আলো : সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন চিকিৎসককে একযোগে বদলী করা হয়েছে। এদের ১০ জনকে যশোর জেলা হাসপাতালে এবং ১৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে। আগামীকাল বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় পরদিন ৮ জুলাই পূর্বাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গন্য হবে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ কুদরত ই খোদা জানান সাথে ২৬ জনকে বদলী করা হয়েছে । সাতক্ষীরা সদর হাসপাতালে কয়েক জনকে বদলী করা হয়েছে । দেশের বিভিন্ন মেডিকেল ক কলেজ থেকে এক যোগে অনেক ডাঃ বদলী হয়েছেন।

