সমাজের আলো : কেউ দখল করে আবার কেউ দখল না করেই প্রাণ সায়েরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা শুরু করেছেন। তবে ডিসিআর গ্রহীতা ব্যবসায়ীরা খালপাড়ের পরিবেশ নষ্টের জন্য ডিসিআর না নিয়েই যারা কাপড়ের দোকান গড়ে তুলেছেন তাদেরকে দোষারোপ করছেন।
সাতক্ষীরা পৌরসভায় কোন হকার্স মার্কেট নেই। ফলে শহরের শহিদ কাজল সরণীস্থ পাকাপুল থেকে নিউমার্কেট পর্যন্ত সড়কের দুটি পয়েন্টে অস্থায়ী দোকান গড়ে উঠেছে। কমদামে শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিশেষ করে পুরাতন কাপড়-চোপড় বিক্রি হয় এসব দোকানে। সাধারণ গরীব মানুষ তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী কেনেন এসব দোকান থেকে।সম্প্রতি প্রাণ সায়ের খাল খননের পর সাবেক পৌর মেয়র এমএ জলিলের বাড়ির পূর্বপাশে খালের ধারে বেশকিছু নতুন দোকান গড়ে উঠেছে। অবৈধভাবে গড়ে উঠা এসব দোকানের কারণে বৈধ দোকানের মালিকদের ব্যবসায় প্রভাব পড়ছে। এ কারণে তারা বেশকিছু দিন ধরে খালপাড় দখল করে পরিবেশ নষ্ট করার অভিযোগ করছেন নতুন দখলদারদের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *