সমাজের অলো : সাতক্ষীরা শহরে একটি মটর সাইকেল রং করার দোকানে মধ্যরাতে আগুন লেগেছে। শহরের পলাশপোল এলাকার একে মটর সাইকেল মার্কেটে সোমবার মধ্যরাতে অগ্নিকান্ডের এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, সাড়ে ৩টার দিকে শহরের মধ্য পলাশপোল একে মটর সাইকেল মার্কেটে মো. রফিকুল ইসলামের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট গিয়ে দোকানের তালা কাটার দিয়ে কেটে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মোটর সাইকেলের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”তবে তার আগেই ১টি পালসার গাড়ি, ২টি ডিসকভার, ১টি ডায়াং ফিপটি, অনন্য জিনিসপত্রসহ ৬ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। সদর থানার অফিসার ইনর্চাজ ওসি আসাদুজ্জামান বিষটি সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

