সমাজের আলো : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ প্রতিষ্ঠিত ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য পদে ব্যালটের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অভিভাবক সদস্য ৪টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে ৪৯৪ জন ভোটারের মধ্যে ৩৬৬ জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেন। অভিভাবক সদস্য পদে মো. হুমায়ুন কবীর ১৪১ ভোট পেয়ে প্রথম, মো. মনিরুল ইসলাম ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয়, মো. আনোয়ারুল ১২২ ভোট পেয়ে তৃতীয় এবং শামীম আহম্মেদ ১০৯ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।

এদিকে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর সুযোগ্য পুত্র ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি খুলনা জেলা পরিষদের প্রশাসকি কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি শেখ আব্দুর রশিদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *