সমাজের আলো : রাগে ও ক্ষোভে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক মা । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখি গ্রামে ।ওই মায়ের নাম রাবেয়া খাতুন। তিনি পাঁচরখি গ্রামের আজিজার রহমানের স্ত্রী। জমি বিক্রি টাকা নিয়ে ছেলে ও মার সাথে বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষোভে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করে ।

