সমাজের আলো : প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষকসহ সাতটি পদে ৬০ লক্ষাধিক টাকা নিয়োগ বাণিজ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদরের বল্লী মো: মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠণের চেষ্টার অভিযোগ উঠেছে। কয়েকজন শিক্ষার্থী, অবিভাবক ও শিক্ষকদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
২০০৮ সাল থেকে ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম ওই বিদ্যালয়ে কয়েকবার আহবায়ক ও পূর্ণাঙ্গ কমিটির সভাপতি বা আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল হকের দায়েরকৃত ২০৪০/১৯ নং রিট পিটিশনের শুনানী শেষে মহামান্য হাইকোর্ট গত ২০ ফেব্রুয়ারি এক ব্যক্তি একই প্রতিষ্ঠানে দু’বারের বেশি সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না-এমন নির্দেশনা দেওয়ায় বল্লী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান গত বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত আহবায়ক হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করেন। ১৪ সেপ্টেম্বর প্রধান শিক্ষক হিসেবে মো: আব্দুর রাজ্জাক অবসরে যান।

পরবর্তীতে গোলাম কাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আগামী ৩১ জানুয়ারি অবসরে যাবেন। গত ২৫ সেপ্টেম্বর চার সদস্য বিশিষ্ট ছয় মাসের আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পান মুনজিতপুরের আব্দুস সেলিমের ছেলে মো: জিয়াউর বিন সেলিম ওরফে যাদু। এরপর নতুন আহবায়কের সভাপতিত্বে ২৭ সেপ্টেম্বর প্রথম সভা, ১৮ অক্টোবর দ্বিতীয় ও ৮ নভেম্বর তৃতীয় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই বিদ্যালয়ে বৃক্ষরোপন অনুষ্ঠানে ওই কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। আগামি ২৫ মার্চ পর্যন্ত আহবায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠণের উদ্যোগ শুরু হয়। ২৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা, ২৮ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়।

কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, ডিজিটাল ল্যাব সহকারি, অফিস সহকারির সহায়ক, নৈশ প্রহরী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী পদে আগামীতে জনবল নিয়োগ করতে হবে এ প্রতিষ্ঠানে। এ নিয়োগের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন আবশ্যক। একই সাথে গোলাম কাদের অবসরে যাওয়ার পর জ্যেষ্ঠতা ভেঙেও একজন সুবিধাজনক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া দরকার। ওইসব শুন্যপদে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিতে পারলে কমপক্ষে ৬০ থেকে ৭০ লাখ টাকার বাণিজ্য হবে। সেকারণে আহবায়ক কমিটি গোপন প্রক্রিয়ার ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামিল উজ জামান ও তিন বছর আগে দাতা সদস্য হিসেবে ২০ হাজার টাকা জমা দেওয়া আমতলার শাহীদুর রহমান দফাদার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। এছাড়া ইনডেক্স এর জ্যেষ্ঠতা না মেনে ১৩টি নাশকতার মামলার আসামী দীর্ঘ সাড়ে সাত বছর গ্লে¬াবাল গাইড বুক কোম্পানীতে কাজ করে পরবর্তীতে দু’ জায়গা থেকে বেতন উত্তোলনকারি আজাহারুজ্জামান মুকুলের পরিবর্তে ফরিদপুরে দু’বছর কাজ করেও ইনডেক্স ঠিক রাখা অরুপ সাহা বা সহকারি শিক্ষক সিরাজুল ইসলাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বসানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে জ্যেষ্ঠতা ভেঙে সহকারি শিক্ষক মো: জামিল উজ জামানকে সহকারি প্রধান শিক্ষক পদে বসানোর চেষ্টা চলছে।ওই বিদ্যালয়ের পিওন আব্দুস সেলিম শনিবার সকালে জানান, তাদের নোটিশ বোর্ডটি অনেক আগেই সপ্তম শ্রেণিতে ব্ল¬াকবোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তবে শিক্ষক জামিল উজ জামান বলেন, তিনি সহকারি শিক্ষক হিসেবে প্রধান শিক্ষকের নির্দেশনা অনুযায়ি কাজ করে থাকেন। তার বাড়িতে বিদ্যালয়ের রেজুলেশন খাতাসহ অন্যান্য কাগজপত্র থাকে-এমন প্রশ্ন জিজ্ঞাসা করতেই তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জামায়াত নেতা ১৩টি নাশকতার মামলার আসামী আজহারুজ্জামান মুকুল ব্যক্তি স্বার্থে বিএনপি নেতা এড. মোহিদকে সভাপতি বানেেত একটি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কাদেরের বরাত দিয়ে তিনি বলেন, ১০ ডিসেম্বর বিদ্যালয় ছুটি হয়ে যায়। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকলেও যথাযথ নিয়মে নতুন কমিটি গঠনের কাজ চলছে।
বল্ল¬ী মো: মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কাদেরের মোবাইল ফোনে যোগোযোগ করার চেষ্টা করলে তার ছেলে মোবাইল ফোন রিসিভ করে বলেন, তার বাবা অসুস্থতাজনিত কারণে ডাক্তারের কাছে গেছেন।

বল্লী মো: মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযোগ থাকলে অবিভাবকরা তার কাছে আসবেন। তার অফিসে নির্বাচন তপশীল সংক্রান্ত নোটিশ ঝোলানোর পর সময় পেরিয়ে যাওয়ায় তা তুলে ফেলা হয়েছে। তবে অভিযোগ সম্পর্কে তিনি ওই বিদ্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *