সমাজের আলো: সরকারের পক্ষ থেকে এই দুর্যোগে কিস্তি আদায়ে কোন চাপ না দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

কিন্তু সাতক্ষীরার এনজিও গুলোর বিরুদ্ধে অনেকে অভিযোগ করেছেন, তাদের কিস্তির টাকার জন্য আগের মতই প্রতিসপ্তাহে এনজিও কর্মিরা তাগাদা দিচ্ছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা নবজীবন,ব্র্যাক, গ্রামিন ব্যাংক ও আদদীন ,দীপ সংস্থা কর্মীরা টাকা আদায়ে ঋণ গ্রহিতাদের চাপ সৃষ্টির অভিযোগ অস্বীকার করেছে।

সদর উপজেলার তুজলপুর, ঝাউডাঙ্গা, ওয়ারিয়া,সহ বিভিন্ন এলাকার মানুষ আঞ্চলিক দু’টি এনজিও’র কাছ থেকে ঋণ নিয়ে কৃষি জমি কেউ ভ্যান,ক্রয় করেছেন। তিনি নিয়মিত প্রতি সপ্তাহে কিস্তির টাকা দিয়ে আসছিলেন।কিন্তু এখন নিয়মিত টাকা দিতে পাচেছন না।কিন্তু এনজিওররা নাছোড় বান্দা।কোন প্রকার তারা ছাড় দিতে চায় না।সপ্তাহে দিন টাকা নিতে বাড়িতে এসে বসে থাকছে।টাকা না নিয়ে ওনারা যাচেছ না।

কিন্তু করোনাভাইরাস মহামারি শুরু হলে তিনি অর্থ সংকটে পড়েন।অর্থসংকট এবং মহামারি কিছুই বুঝতে নারাজ এনজিও’র লোকজন। গোপনে প্রতি সপ্তাহে কিস্তির টাকা নিতে আসছে।

রহিমা খাতুন, নূরবানু বলেন আমরা লোন নিয়েছি।আমারা সমিতি একজন সদস্য।বড় বড় এনজিও আমারা সমিতির সদস্য। করোনায় মানুষ কষ্টের মধ্যে দিন পার করছে।কিন্তু আমাদের কোন এনজিও থেকে কোন প্রকার সহযোগিতা করা হচেছ না।

নবজীবনের মাঠ কর্মী বিলাল হোসেন বলেন আমরা এসেছি।জোর করে কিস্তির টাকা নিচিছ না।সেচ্ছায় কিস্তির টাকা দিলে আমরা নিচিছি।

সদস্যদের সহযোগিতা করছেন করোনাকালিন সময়ে এমন প্রশ্নের জবাব দিতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে কোন এনজিওর কর্মকান্ড বন্ধ নেই।আগের মত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

শত শত এনজিও কর্মী জেলার বিভিন্ন গ্রামে যেয়ে কিস্ত আদায় করেছে। কোন নিয়ম মানছেন না।৩০\৪০ জন মহিলা জড়ো করে তাদের কাজ করছে। এতে করে করোনা ঝুঁকি বাড়ছে।

সদর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন কিস্তির টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হচেছ এমন অভিযোগ আসছে ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরি জানান অনেকবার বলা হয়েছে। কিন্তু থামানো যাচেছ না।অনেক অভিযোগ আসছে অফিসে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *