সমাজের আলো  : সাতক্ষীরা সদর উপজেলার ১৩ ইউনিয়নে ১১ নভেম্বরের উৎসবমূখর নির্বাচনে ভোটাঙ্কে ৫ঘর স্পর্শ করেছেন মাত্র চার জন। বাকী ৯জন চার অংকে আটকে গেছেন। ৫ অংক স্পর্শ করা প্রার্থীরা হলেন লাবসা ইউপির আব্দুল আলিম, ঝাউডাঙ্গার আজমল উদ্দীন, বৈকারীর আবু মো: মোস্তফা কামাল এবং ফিংড়ি ইউনিয়নের মো: লুৎফর রহমান। নির্বাচনী ফলাফলে দেখা যায়, লাবসা ইউনিয়নে আব্দুল আলিম (প্রতীক আনারস) ১৭৩৮৭ ভোট পেয়ে সবার র্শীর্ষে রয়েছেন। ঝাউডাঙ্গা ইউনিয়নে মো: আজমল উদ্দীন (প্রতীক নৌকা) পেয়েছেন ১০৬১৬ ভোট। বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আবু মো: মোস্তফা কামাল (প্রতীক মোটরসাইকেল) পেয়েছেন ১০২৯২ ভোট এবং ফিংড়ি ইউনিয়নে মো: লুৎফর রহমান (প্রতীক আনারস) ১০১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *