শাহিনুর রহমান, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ফুটবল মাঠে বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে ৪ দলীয় ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ই মার্চ সোমবার বিকাল সাড়ে তিনটায় এই খেলাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মীর তানজীর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা দুই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মোকসেমূল হাকিম। যুবলীগ নেতা মাহি আলম। আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু মালিক। আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ। আওয়ামী নেতা হাবিবুর রহমান হবি। বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান। ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস। ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ। আওয়ামী নেতা মাস্টার মফিজুল ইসলাম। আওয়ামী নেতা উবায়দুর রহমান। দৈনিক সমাজের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইয়ারব হোসেন। সাংবাদিক জাহাঙ্গীর কবীর। আওয়ামী নেতা নজরুল ইসলাম প্রমুখ। ৪ দলীয় বঙ্গবন্ধু মুজিব শত বর্ষ ভলিবল খেলায় চারটি দল অংশগ্রহণ করে। উদ্ভোধনী ম্যাচে আগরদাঁড়ি ও বল্লী ইউনিয়নের মধ্যকার খেলায় আগরদাঁড়ি ইউনিয়ন বিজয়ী হয়। অপরদিকে দ্বিতীয় ম্যাচে লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়ন এর মধ্যকার খেলায় লাবসা ইউনিয়ন ২-১ এ বিজয়ী হয়। বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত খেলার ফাইনাল খেলাটি ১০ই মার্চ বিকাল তিনটায় মাধ্বকাটি ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। খেলাটি দৈনিক সমাজের আলোর ফেসবুক লাইভ পেজে সরাসরি সম্প্রচার করা হয় ।

