সাতক্ষীরা-০৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপি’র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আখতার এঁর কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর বিএনপি’র দলীয় মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন বলেন, গণতন্ত্র পুন:রুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং আগামীর উন্নত বাংলাদেশ গড়তে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক কে বিজয়ী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে তরুণ প্রজন্মের ভোটারদের স্বস্ফুর্ত ভোটদানের মাধ্যমে কালিগঞ্জ-আশাশুনি-০৩ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে উপহার দেবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপিার সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দীন বুলু, আব্দুর রশিদ মিয়া, কালিগঞ্জ উপজেলা বিএনপিার সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান, মৌতলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী ইমাম উদ্দীন, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবির পলাশ, ছাত্রদল নেতা শেখ নাজমুল হোসেন, হাফিজুর রহমান, ধানের শীষের প্রার্থীর কণিষ্ঠপুত্র কাজী আসিফুর রহমান রাজু সহ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দলসহ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের শতশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *