সমাজের আলো।। শেষ মুহূর্তে ভোটে এসে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে নির্বাচনী প্রচারে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুরসহ বিভিন্ন ইউনিয়নে ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেন আশু।

গণসংযোগকালে মো. আশরাফুজ্জামান আশু ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকায় শান্তিপূর্ণ রাজনীতি, সার্বিক উন্নয়ন ও সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, আমি এমপি হলে সদর–দেবহাটার গণসংযোগকালে মানুষই এমপি হবে। আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। অন্যান্য প্রার্থীরা আগে থেকেই মাঠে ছিলেন। আমি অসুস্থতার কারণে প্রতীক বরাদ্দের পর ভোটের মাঠে নামতে পেরেছি। তবু শেষ মুহূর্তে ভোটে এসে আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ভোটারদের উচ্ছ্বাস এবং সমর্থনের ঢেউ দেখে আমি সত্যিই প্রেরণা পাচ্ছি

এসময় নির্বাচনী গনসংযোগে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক সাখওয়াতুল করিম পিটুল, জেলার স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুর রহমান ফিরোজ, জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *