সমাজের আলো ঃ আজ ১৯ ফেব্রুয়ারি, ২০২২ শনিবার বাজারে সারের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা উপজেলা প্রশাসন।

এসময় সরেজমিনে দেখা যায়, সরকার কর্তৃক ইউরিয়া সারের নির্ধারিত মূল্য কেজিপ্রতি ১৬ টাকা হলেও তা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকায়, এমওপি স্যারের নির্ধারিত মূল্য কেজিপ্রতি ১৫ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ২২ টাকায়, টিএসপি স্যারের ক্ষেত্রে নির্ধারিত মূল্য ২২ টাকা হলেও কোথাও কোথাও তা ২৬ টাকায়, কোথাও কোথাও ৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

স্যারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে স্যার বিক্রয় করায় মোট পাঁচজন সার ডিলারকে মোট ১,৭০,০০০ টাকায় অর্থদন্ডে দন্ডিত করা হয়। এর মাঝে ধান্যদৌল বাজারের তানভীর এন্টারপ্রাইজের মালিক মোঃ সুমনকে ৩০,০০০/- টাকা, সাহেবাবাদ বাজারে শিমুল এন্টারপ্রাইজের মালিক জনাব মোঃ নজরুল ইসলামকে ৫০,০০০/- টাকা, সাহেবাবাদ বাজারে শুভ ট্রেডার্সের মালিক সফিকুল ইসলামকে ২০,০০০/- টাকা, সাহেবাবাদ বাজারে মামুন ট্রেডার্স এর মালিক মোঃ ফরিদ উদ্দিনকে ৫০,০০০/- টাকা, দুলালপুর বাজারের খাজা এন্টারপ্রাইজের মালিক জনাব আবদুল আলীমকে ২০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

এ অভিযানে উপজেলা কৃষি অফিসার উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *