সমাজের আলো : ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কমিটি সংক্রান্ত গত দু’দিনে দৈনিক সমাজের আলোয় প্রকাশিত খবর টক অব দ্য ভোমরায় পরিণত হয়েছে। এমন অবস্থায় আজ সোমবার বেলা ১১টায় কমিটির মাসিক সভা আহবান করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম স্বাক্ষরিত চিঠিতে এ সভা আহবান করা হয়। সভার আলোচ্য সূচিতে পূর্ববর্তী সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, আগস্ট সেপ্টেম্বর মাসের আয় ব্যয়ের হিসাব অনুমোদন, বিল অব এন্ট্রি ফি বৃদ্ধিকরণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, উপ-কমিটি ও বিবিধ অর্ন্তভুক্ত করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী তপশিল ঘোষণা করার এজেন্ডা থাকলেও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে কমিটি ঘোষণা করা হয়। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে পুরাতন কমিটির ৭ জনকে অর্ন্তভুক্ত রাখা হয়। বাদ দেওয়া হয় এসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে। এর পরিবর্তে বিএনপিপন্থি হিসেবে পরিচিত দু’জনকে নতুন কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়।
৪ সেপ্টেম্বরের সাধারণ সভার পূর্বেই নির্বাচন ছাড়া ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কমিটি গঠন সম্পর্কে কোটি টাকা লেনদের খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এনিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মুখে আইন কানুনের তোয়াক্কা না করেই কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে এসোসিয়েশনের নিবন্ধনকারী প্রতিষ্ঠান খুলনা বিভাগীয় যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয়ের অনুমোদন ছাড়াই এবং সর্বশেষ নির্বাচিত সভাপতি সই স্বাক্ষর ছাড়াই ঘোষিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে এ ঘটনার পরপরই একই প্রক্রিয়ায় ভোমরার দুটি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনের প্রচেষ্টা চালালে শ্রমিকরা তা রুখে দেন। ঐ কমিটি ঘোষণার জন্য কতিপয় রাজনৈতিক নেতার সাথে কোটি টাকার লেনদেনের অভিযোগ ওঠে। ঐ নেতারা ভোমরার শ্রমিকদের হাগু করার ঘরও বিক্রি করে দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। আলোচনায় আসেন আমদানী-রপ্তানীকৃত পন্য লোড-আনলোডের জন্য দু’বার টাকা গ্রহণসহ বিভিন্ন অনিয়মের বিষয়। তারপরও শত অনিয়মই নিয়মে পরিণত হচ্ছে কোটি টাকার অবৈধ লেনদেনের কারণে।
এদিকে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে উকিল নোটিশ পাঠানোর পর ব্যাংক হিসাব স্থগিত করার দাবী জানান ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সদস্য ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। এরই মধ্যে আজ সোমবার আহবান করা সভা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে।

