সমাজের আলো : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বকমারি খালে মাছ ও কাকড়া ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুই দিন সুন্দরবনে পালিয়ে ছিলেন এসব জেলেরা।আটকরা হলেন- শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের আব্দুল্লাহ্ (২৮), ফজলুল করিম (৩৫), মাজেদ (৩৬), ওয়াজেদ গাজী (৩০), রফিকুল ইসলাম (৪৫), শাহিনুর (৪৪), শাকিব (২০), মফিজুল (৪৫), শহিদ (৩২), সাগর (৪০) ও তরিকুল ইসলাম (৪৫)।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এম এ হাসান জানান, অবৈধভাবে অনুপ্রবেশ করে বকমারি খালে তারা মাছ ও কাকড়া ধরছিলেন। গত বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) তাদের ধরতে অভিযান চালানো হয়। টের পেয়ে জেলেরা নৌকা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যান। পরবর্তীতে তাদের ধরার জন্য সুন্দরবন থেকে বের হওয়ার সবগুলো পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।তিনি বলেন, দুই দিন পালিয়ে থেকে শনিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই জেলেরা লোকালয়ে ফিরে আসার চেষ্টা করেন। এ সময় তাদেরকে একত্রে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *