সমাজের আলো: মিশরের আলেকজান্দ্রিয়া শহরের উপকণ্ঠে প্রত্নতাত্ত্বিক খননকাজ চালাতে গিয়ে বহু মমি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের মমিতে ছিল সোনার জিব। দেশটির পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুর পরেও ‘অন্য জীবনে’ যাতে তারা ‘কথা বলতে পারেন’ সেজন্যই তাদের মমিতে সোনার জিব বসিয়ে দেওয়া হয়েছিল।ভূমধ্যসাগরের উপকূলবর্তী প্রত্যন্ত এলাকার একটি মন্দিরের আশপাশ এলাকায় খোঁড়াখুঁড়ি করতে গিয়ে এসবের হদিশ পাওয়া যায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *