সমাজের আলোঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ এলাকার দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে তার প্রেমিক নিরুদ্দেশের উদ্দেশ্য ২৭ জুলাই রাত ১২.৩০ ঘটিকার সময় পালাবার পথে নাওডাংগা এলাকায় পৌঁছালে আসামি মোঃ এনামুল হক (৩০), পিতাঃ- মৃত নীল মাহমুদ, রেজাউল (৩২), পিতাঃ- মোঃ আজিম উদ্দিন, মোঃ ধলু (২৭), পিতাঃ- মোঃ ভোলা, মোঃ সুমন মিয়া (২৩), পিতাঃ- এজদুর, সকলের সাং নাওভাংগা, মোঃ সাদ্দাম সুজন কাজী (২৮), পিতাঃ-কাজি শাহারুল, বর্তমান সাং- নাওভাংগা, স্থায়ী রাখাল বুরুজ কাজি পাড়ার সর্ব থানা গোবিন্দগঞ্জদের খপ্পরে যুগলদ্বয় পরলে আসামিরা প্রেমিকের নিকট হতে প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে আসামি ধলুর বাড়িতে নিয়ে যায়।
এবং সে সময় পালাক্রমে আসামিরা প্রেমিক-প্রেমিকার আকুতি-মিনতি শর্তেও স্কুল ছাত্রীকে রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত ধর্ষন করে।
ঘটনার পর যুগলদ্বয় রাত অনুঃ ৩.১৫ এর সময় গোবিন্দগঞ্জ থানায় পৌঁছে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিকভাবে এসআই মামুনের নেতৃত্ব একটি টিম ভিকটিমদ্বয়কে নিয়ে আসামি ধলুর বাড়ি সনাক্ত পূর্বক ধর্ষক সাদ্দামকে আটক করে।
এবং তার দেয়া তথ্য মতে বাকি ৪ ধর্ষকদের ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পর্যায়ক্রমে আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান দৈনিক আঁলোর যাত্রাকে নিশ্চিত করে জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা রুজু ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষা, জুডিশিয়াল জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

