সমাজের আলো : স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন নীলমনি সবর। তাই স্ত্রীর মৃত্যু মেনে নিতে না পেরে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। গত মঙ্গলবার ভারতের উড়িষ্যার কালাহান্ডিতে এ ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী নীলমনি সবরের স্ত্রী রায়বতী সবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি তিনি। স্ত্রীকে চিরদিনের মতো হারিয়ে শোকে কাতর হয়ে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি। নীলমনি সবর স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলে জানা গেছে। কালাহান্ডির পুলিশ সুপার (এসপি) বিবেক সারভানা জানিয়েছেন, মঙ্গলবার ওই নারী মারা যান। তার স্বামী ও চার সন্তান ও আত্মীয়রা দেহ নিয়ে গ্রামের শ্মশানে যান। এরপর শ্মশানের আচার অনুষ্ঠান পালনের পর দেহটিতে চিতায় তোলা হয়। শ্মশান থেকে সবাই যখন বাড়ি চলে যাচ্ছেন সেই সময় নীলমনি আচমকাই ছুটে গিয়ে চিতায় ঝাঁপ দেন। তবে আত্মীয়রা তাকে চিতা থেকে নামানোর আগেই তিনি কিছুটা দগ্ধ হন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *