সমাজের আলো : দিল্লির লোকনায়েক জয়প্রকাশ হাসপাতাল (এলএনজেপি)। এর বাইরে এম্বুলেন্স, প্রাইভেট কারের সারি। তাতে মারাত্মক অসুস্থ করোনা রোগী। নিশ্বাস নিতে জীবনের সঙ্গে লড়াই করছেন তারা। এ অবস্থায় রুদ্ধশ্বাসে এখানে ওখানে ছুটছেন তাদের স্বজনরা। সৃষ্টি হচ্ছে হৃদয় বিদারক দৃশ্যের। এমন এক যুদ্ধে নিজের স্ত্রী রুবি খানকে (৩০) বাঁচাতে প্রাণপণ ছুটছেন তার স্বামী আসলাম খান। মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে তিনটি হাসপাতালে ঘুরেছেন। সবাই তাকে হতাশ করেছে। কেউই ভর্তি নেয়নি রুবি খানকে। অবশেষে উপায়হীন ক্লান্ত আসলাম খান ওই হাসপাতালের স্টাফদের কাছে নিজের স্ত্রীর প্রাণভিক্ষা চান এভাবে- আমার স্ত্রী মারা যাচ্ছেন। দয়া করে তাকে ভর্তি করুন। কিন্তু তার এই কান্না হাসপাতালের চারদেয়ালে প্রতিধ্বনি তুলে শুধু ফেরত আসছে। আর কিছু নয়। তাকে ফিরিয়ে দিলেন হাসপাতালের স্টাফ। কারণ, আর কোনো বেড খালি নেই। সবই বোঝেন আসলাম। কিন্তু বুঝেও বোঝেন না। কারণ, তার চোখের সামনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছেন তার ভালবাসা, তার স্ত্রী। তাই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কিছুতেই কান্না থামাতে পারছিলেন না। তিনি সে অবস্থায়ই বলেন, এমনকি আমি হাসপাতালের স্টাফদের পায়ে ধরতেও প্রস্তুত আছি। কিন্তু বার বারই তারা বলছেন, কোনো বেড খালি নেই। আমি জানতে চাইছি, তবে কি হাসপাতালের মেঝেতে রেখে আমার স্ত্রীকে চিকিৎসা করাতে পারি? কিভাবে আমার চোখের সামনে স্ত্রীকে মরে যেতে দিতে পারি? এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

