সমাজের আলো।। স্ত্রী-সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর কারাগার থেকে বাড়ি ফিরেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। গতকাল বুধবার রাতে বাড়িতে পৌঁছেই তিনি স্ত্রী-সন্তানের কবরের কাছে যান। সেখানে শ্বশুর রুহুল আমিন হাওলাদার, শ্যালক শাহনেওয়াজ আমিন শুভসহ স্থানীয়দের নিয়ে কবর জিয়ারত করেন। এ সময় স্ত্রী-সন্তানের কবরের মাটি ছুঁয়ে অঝোরে কাঁদেন সাদ্দাম। তাদের রুহের মাগফেরাত কামনায় তিনি নিজেই মোনাজাত করেন।
সাদ্দাম বলেন, ‘আমি এক হতভাগা স্বামী, আমি এক হতভাগা বাবা। আমি আমার সন্তানকে কোলে নিতে পারিনি। হে খোদা, তুমি আমার স্ত্রী-সন্তানকে ক্ষমা করে দাও। আমার স্ত্রী যদি হত্যার শিকার হয়ে থাকে, তাহলে সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই।’ 

এরপর শ্বশুরবাড়িতে গিয়ে কিছু সময় থাকেন সাদ্দাম। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘যখন আমাকে যশোর কারাগারে দেওয়া হয়েছে, তখন আমার স্ত্রী মনে করেছে, আমি আর কখনও বের হতে পারব না। আমি মনে করি, স্ত্রী-সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।’ তিনি আরও বলেন, ‘আমি অনেকবার জামিন চেয়েছি, জামিন হয়নি। আমি আমার ছেলেকে কোলে নিতে পারিনি, আমার স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো।’ 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *