সমাজের আলোঃ মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু জানান, শুক্রবার সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ি এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের শিশু সন্তানের লাশ তারা উদ্ধার করেন।
এরা হলেন ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আসফিয়া ইসলাম (৩)।

