সমাজের আলো: চট্টগ্রামের পাঠানটুলীর বংশালপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে দুটি দেশীয় এলজি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। আটক করা হয় মেহেরুননেসা মুক্তা নামে এক নারীকে। তবে পালিয়ে যায় তার স্বামী নেজাম খান। তাকে ধরতে অভিযান চলছে।স্বামী-স্ত্রী মিলে ওই কারখানায় অস্ত্র তৈরি করতো বলে জানিয়েছে পুলিশ। এদিকে অস্ত্র তৈরির সাথে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

 
			 By Shahinur Rahman
   By Shahinur Rahman