সমাজের আলোঃ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতক্ষীরা সদরের তুজুলপুর নিজ বাড়িতে অবস্থানরত দৈনিক সমাজের আলো নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেনকে দেখতে তার তুজুলপুরের নিজ বাড়িতে যান নগরঘাটার সাংবাদিকবৃন্দ ।

এসময় পত্রদূত পত্রিকার নগরঘাটা প্রতিনিধি মোঃ মামুন হোসেন, আনন্দ টিভির ফটো সাংবাদিক ও এস বাংলা নিউজ টিভির জেলা প্রতিনিধি মোঃ শাহিনুর রহমান শাহিন ও নিউজ টেন এর জেলা প্রতিনিধি সরদার জাকির হোসেন দূর্ঘটনায় আহত সাংবাদিক ইয়ারব হোসেনের শারীরিক অবস্থা খোজ খবর নেন। পাশাপাশি এই সহকর্মী অন্যায়ের প্রতিবাদী সদালাপী কলম সৈনিক ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য ৩ জুলাই সকাল ১২ ঘটিকা সময় তুজুলপুরস্থ কৃষকক্লাব ও কৃষি জাদুঘর এর সম্মুখে একটি মটর সাইকেল এর ধাক্কায় তার ডান পায়ের দুটি হাড় ভেঙ্গে গিয়ে মারাত্মক জখম প্রাপ্ত হন।

সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে আছেন।

এসময় আহত সাংবাদিক ইয়ারব হোসেন তার শারীরিক সুস্থতার জন্য সহকর্মীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *