সমাজের আলো : তীব্র শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে হাইতি। ৭.২ মাত্রার ভূমিকম্পে ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশটিতে কমপক্ষে ৩০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮০০ মানুষ। শনিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। এতে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেছেন, ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর আগে ২০১০ সালের ভূমিকম্প দেশটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি করে। সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। তার ওপর এই আঘাতে তছনছ হয়ে গেছে হাইতি। ইউএস জিওলজিক্যাল সার্ভে বলছে, সেইন্ট-লুইস দু সুদ শহর থেকে ১২ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের এপিসেন্টার। এই কম্পন অনুভূত হয় ঘনবসতিপূর্ণ রাজধানী পোর্ট অ প্রিন্স এবং আশপাশের দেশগুলো থেকে। সুইন্ট-লুইস দু সুদ শহরের কাছে বসবাস করেন ক্রিস্টেলা সেইন্ট হিলারে। তিনি বলেন, অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে। অগণিত মানুষ মারা গেছেন। হাসপাতাল উপচে পড়ছে রোগীতে। উদ্ধার অভিযান তদারকি করতে ত্রাণ তৎপরতা দেখাশোনা করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জীবিতদের উদ্ধার করা। হাসপাতালগুলো রোগিতে উপচে পড়ছে। এসব মানুষের হাতপা ভেঙে গেছে। কেউ বেঁচে আছেন মরার মতো।

