সমাজের আলো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা কোনো বিশেষজ্ঞ দলের সৃষ্টি নয়, বরং এ দলিল জাতির পিতা এককভাবেই প্রণয়ন করেছিলেনমঙ্গলবার (১ মার্চ) সকালে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। এ সময় বিমা খাতকে ডিজিটালাইজড করার তাগিদ দেন সরকারপ্রধান। তিনি বলেন, সবার জীবনব্যবস্থার সুরক্ষা দিতেই সর্বজনীন পেনশন চালু করা হচ্ছে।

ষাটের দশকে পূর্ব পাকিস্তানে চলছিল আইয়ুর খানের শাসনামল। রাজনীতি নিষিদ্ধের ওই সময়েই ১৯৬০-এর ১ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু বিমা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন আলফা লাইফ ইনস্যুরেন্সে। জেলায় জেলায় বিমার কাজের আড়ালেই তিনি চালিয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ড।তাৎপর্যপূর্ণ সেই দিনের স্মরণে ২০২০ থেকে পালিত হচ্ছে জাতীয় বিমা দিবস। এ বছর ৫ বিশিষ্টজনকে বিমা সম্মাননার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেওয়া হয় প্রতিবন্ধীদের জন্য চালু করা ‘বঙ্গবন্ধু সুরক্ষা বিমার’ দলিল।দেশের বিমার ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার বিমার চাকরির সুবাদেই ছয় দফা পেয়েছিল দেশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *