যশোর অফিস : অগ্রণী ব্যাংক যশোরের বাঘারপাড়া লিমিটেড এর ভাঙ্গুড়া বাজার শাখা স্থানন্তরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারে যশোর-নড়াইল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের ১১টি গ্রামের মানুষ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ব্যাংক যখন লোকসানে ছিলো তখন এলাকার মানুষ মূলধন দিয়ে ব্যাংকটি টিকিয়ে রেখেছিলো। অথচ ব্যাংকটি লাভজনক হওয়ার কারণে এএলাকা থেকে স্থানন্তর করা হচ্ছে। এলাকার মানুষ রক্ত দিয়ে এই স্থানন্তরের প্রতিবাদ ঠেকাবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাঙ্গুড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিখিল কুমার আচ্য, কমরেড বিপুল বিশ্বাস, উপজেলা যুবলীগের নেতা ইমরান হাসান, স্থানীয় বাজার কমিটির সভাপতি কামাল হোসেন মিলন, বিশিষ্ট ব্যবসায়ী শামীম পারভেজ, তবিবর রহমান বিশ্বাস প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *