সমাজের আলো: বগুড়া শহরে প্রতারণার সময়ে ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের বাদুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুয়া অতিরিক্ত জেলা প্রশাসক পরিচয়দানকারী ওই যুবকের নাম ইসতিয়াক মাহমুদ অভি (২৪)। প্রতারক ইসতিয়াক মাহমুদ অভি জেলার দুপচাচিয়া উপজেলার পাঁচথিতা গ্রামের হাফিজার রহমানের ছেলে। বর্তমানে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায় বাস করেন। বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

