বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম

প্রিয়,

সাতক্ষীরা সদর সার্কেলে বসবাসরত সকলকে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে উৎসবের দিন। ঈদ মানে সাম্য। ঈদ মানে উৎসের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা।

কিন্তু এ বছর করোনাভাইরাসের মহামারীর কারনে ঈদের আনন্দ ও উৎসব মূখর পরিবেশ কিছুটা হলেও আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। আমাদের সকলকে একটি কথা মনে রাখতে হবে ‘জীবন আগে, আনন্দ নয়’। বেঁচে থাকলে জীবনে অনেক আনন্দ ও উৎসব উপভোগ করতে পারবেন।

‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন উৎসব ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো আগামীর সুন্দর, সূস্থ ও নির্মল পৃথিবী গড়ার প্রত্যয়ে।

পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। করোনাভাইরাসের মহামারী শেষে বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময়। এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। নিরাপদ পৃথিবী হোক আগামী প্রজন্মের উপহার।

আসুন নিজে ভাল থাকি ও অন্যকে ভাল রাখি। জেলা পুলিশের সকল নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলি। এ বছর আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন। অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকি থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখুন। আপনার পরিবারকে সময় দিন। সবাই ভাল থাকবেন।

সকলের সূ-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি৷ পরিশেষে আবারো আপনাদেরকে জানাচ্ছি ‘‘ঈদ মোবারক, সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷

শুভেচ্ছান্তে:
মির্জা সালাহউদ্দিন
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
সাতক্ষীরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *