সমাজের আলো: বিয়ের পর পরকীয়ায় লিপ্ত হয়েছিলেন বীথি দেবনাথ (২২)। আর পরকীয়া প্রেমিক মাধব দেবনাথ (২৪) বিভিন্ন সময় বীথিকে বিষয়টিতে ইস্যু করে ব্ল্যাকমেইল করতেন। এতে বীথি অতিষ্ঠ হয়ে প্রেমিককে একাই খুন করেন। আদালতে এসব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বীথি। গতকাল রবিবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। নিহত মাধব দেবনাথ টেরিবাজার আফিমের গলিতে সোনার দোকানের কর্মচারী। বীথির স্বামী ছিলেন মাধবের মামতো ভাই পিন্টু দেবনাথ। খুনের শিকার মাধবের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানা এলাকায়। গত শুক্রবার রাতে নগরের টেরিবাজারের আফিমের গলির চারতলা ভবনের নিচতলার একটি বাসার খাটের নিচ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাধবের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিহত মাধব একসময় তার মামাতো ভাই পিন্টুর হাজারিগলির সোনার দোকানের কর্মচারী ছিলেন। কয়েকমাস আগে মাধব অন্য একটি সোনার দোকানে কারিগর হিসেবে কাজ নেন। মাধব থাকতেন লালদীঘির পাড় এলাকায়। তবে দুই বেলা ভাত খেতে আসতেন পিন্টুর বাসায়। তখন থেকে বীথির সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *