সমাজের আলো: শরীরের নেশায় বুঁদ হতে চেয়েছিলেন তারা। দুজনেই হারিয়ে গিয়েছিলেন অন্য জগতে। উদ্দাম আদিম খেলায় মেতে উঠেছিলেন। কিন্তু শেষমেশ যুবকের পরিণতি হলো মারাত্মক। ঘটনাটি ভাইরাল হওয়ার পর তাজ্জব বনে যায় প্রায় সবাই। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এর খবরে বলা হয়, আফ্রিকার মালাওইয়ের বাসিন্দা চার্লস মাজাওয়া। যৌনকর্মীর সঙ্গে সঙ্গমে মেতে ওঠেন। আগেও একইভাবে বহুবার যৌনতায় মেতে উঠেছেন। তবে দিনকয়েক আগের শরীরি খেলা অত্যন্ত ভালভাবে উপভোগ করেন। ওই তরুণীর দাবি, চরম সুখ পান তারা। তবে সঙ্গম শেষ হতে না হতেই বদলে যায় পরিস্থিতি। তরুণী দেখেন সেই যুবক অচেতন হয়ে গেছেন। কারণ বুঝতে পারেননি। তবে কিছুক্ষণের মধ্যে তিনি নিশ্চিত হয়ে যান যে যুবক মারা গেছে। নিথর দেহ দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন তরুণী। তখন তিনি তার বন্ধুদের ফোন করেন। তাদের পরামর্শে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তরুণী। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সঙ্গমের পরই মৃত্যুর ঘটনাটি আসলে খুন কিনা, তা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসায় ঘটনার সত্যতা প্রকাশ পায়। পুলিশ জানায়, চরম সুখ পাওয়ার ফলে ওই যুবকরের শরীরে রক্ত চলাচল কয়েক গুণ বেড়ে যায়। তার ফলে মস্তিষ্কের শিরায় চাপ পড়ে শিরা ছিঁড়ে মৃত্যু হয় তার। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ওই তরুণীর যে এই ঘটনায় কোনো দায়বদ্ধতা নেই সে বিষয়ে নিশ্চিত হয়ে যায় পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

