তালা প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে তালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন নির্মিত হতে যাচ্ছে। সোমবার (২৭ জুলাই) তালা পেট্রোল পাম্পের পাশ^বর্তী নির্ধারিত স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশনের জন্য প্রস্তাবিত স্থান সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেছেন কর্তৃপক্ষ। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ষ্টেশন অবকাঠামো নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানাযায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের অধিনে সাতক্ষীরার তালা উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্প বাস্তবায়নের কাজ অনেকটা এগিয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের খুলনা বিভাগীয় উপ-পরিচালক আবুল হোসেন জানান, জেলা উপ-পরিচালক ও স্থানীয়দের সাথে নিয়ে তালা সদরের পেট্রোল পাম্প এলাকায় স্থান নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়।
এদিকে তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু দীর্ঘ প্রতীক্ষিত ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ জন্য জায়গা নির্ধারিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও তালা-কলারোয়ার সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালার মানুষের সময়ের দাবী পূরণ হতে যাওয়ায় তালাবাসির পক্ষ থেকে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *