সমাজের আলো : দীর্ঘ ১৯ মাস পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে ভারত। কারণ দেশটিতে দৈনিক সংক্রমণের হার কমেছে। তাই শিথিল করা হয়েছে করোনার বিধিনিষেধ। যারা চার্টার্ড ফ্লাইটে ভ্রমণ করবে তাদের জন্য শুক্রবার থেকে ভিসা দেওয়া শুরু করেছে দেশটি। শুক্রবার (১৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।দেশটির সরকারের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ১৫ অক্টোবরের আগের সব ভিসা অবৈধ বলে বিবেচিত হবে। তার মানে হলো ভারত ভ্রমণের ক্ষেত্রে নতুন করে ভিসা নিতে হবে।
যারা ভারতে শুক্রবার পৌঁছাবে তারাই হবে ১৯ মাস পর প্রথম ভ্রমণকারী। ২০২০ সালের মার্চ থেকে দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় নরেন্দ্র মোদী প্রশাসন। তারপর থেকেই ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ করে দেয় দেশটির কর্তৃপক্ষ। করোনা মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়ে ছিল দেশটি। যদিও গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশের কিছু কূটনীতিক এবং ব্যবসায়িক কর্মকর্তাদের ভিসা দিয়ে আসছে দেশটি

