সমাজের আলো : গ্রেপ্তারের ৮ মাস পর অবশেষে কারামুক্ত হয়েছেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন তার সন্তান। মুক্তি পাওয়ার পর ছেলেকে কাছে পেয়ে আবেগে কেঁদে ফেলেন কাজল।দুপুর পৌনে ১ঠ২টার দিকে বাসায় ফেরেন কাজল। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মনোরম পলক। তিনি জানান, তার বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগে, কয়েকদিন তিনি নিঁখোজ ছিলেন। গত ২ মে গভীর রাতে বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন দিয়ে ছেলের সঙ্গে কথা বলেছিলেন কাজল। ওই সময়ের আগে তাকে বিজিবি সদস্যরা বেনাপোল থানায় নিয়ে আসেন। পরে তাকে আটক করে ভারতে অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা মামলা দায়ের করেন।

