সমাজের আলো: অভিযুক্ত বলরাম ঘোষ ও প্রধান শিক্ষক তাছলিমা খাতুন বলরাম ঘোষ এক অবিবাহিত যুবক। অথচ তাকেই দেখানো হয়েছে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে। অভিযোগ উঠেছে তাকেই অভিভাবক সাজিয়ে করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি। শিক্ষা অফিসে লিখিত অভিযোগ থাকার পরও পরিপত্র লঙ্ঘন করে অবৈধভাবে তাকে সভাপতি করার অভিযোগ যশোরের চৌগাছার বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুনের বিরুদ্ধে। এ ব্যাপারে গতকাল চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন এক অভিভাবক। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন একজন শিক্ষার্থীর অভিভাবক আবদুল লতিফ। সে সময় অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আস্বস্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। কিন্তু করোনার মধ্যে ২৫ অক্টোবর সেই বলরাম ঘোষকেই সভাপতি করে কমিটি অনুমোদন দেন তিনি। বিষয়টি জানতে পেরে ২৮ জানুয়ারি ওই অভিভাবক চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা চেয়ারম্যান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকদের কোনো মতামত না নিয়ে জালিয়াতির মাধ্যমে স্কুলটির প্রধান শিক্ষক তাছলিমা খাতুন স্থানীয় অবিবাহিত ব্যক্তি বলরাম ঘোষকে সভাপতি করার উদ্যোগ নেন। ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি বলরাম ঘোষের বোনের মেয়েকে (ভাগ্নি) স্কুলে নামকাওয়াস্তে ভর্তি দেখিয়ে বলরাম ঘোষকে অভিভাবক সাজিয়ে স্থানীয় সংসদ সদস্যকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য পত্র দেন। অথচ বলরাম ঘোষের সেই বোনের মেয়ে কখনই বহিলাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল না। এমনকি কোনোদিন নানাবাড়ি এসে দির্ঘদিন থাকেওনি। সে তার বাবার বাড়ির গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। প্রধান শিক্ষক তদবির করে একই বছরের ২২ ফেব্রুয়ারি সংসদ সদস্যকে ভুল বুঝিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি অনুমোদনপত্রে স্বাক্ষর করিয়ে নেন। একই তারিখে প্রধান শিক্ষক নিজেও স্বাক্ষর করে বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে জমা দেন। বিষয়টি জানাজানি হলে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল লতিফ ওই বছরের ২৯ ফেব্রুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি লিখিত আবেদন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, আমরা জানতে পেরেছিÑ বলরাম ঘোষকে সভাপতি করে স্কুলের কমিটি অনুমোদনের জন্য প্রধান শিক্ষক আপনার দপ্তরে প্রেরণ করেছেন। যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের সরকারের জারি করা প্রজ্ঞাপনের পরিপন্থী। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টিতে ব্যবস্থা নেওয়া হবে বলে ওই অভিভাবকে আস্বস্ত করেন। কিন্তু ওই বছরেরই ২৫ অক্টোবর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ওই কমিটিতে অনুমোদন দেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন সংক্রান্ত ৬ নভেম্বর ২০১৯ তারিখে প্রজ্ঞাপনে যে শর্ত দেওয়া হয়েছে তাতে স্পষ্ট হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিতে কোনো অবিবাহিত ব্যক্তি সভাপতি হওয়া তো দূরের কথা সদস্যই থাকতে পারবেন না।

